ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

শিশুদের করোনা টিকা দেওয়া সারাদেশে শুরু হচ্ছে আগামীকাল

চলমান মহামারি করোনা সংক্রমণ রোধে সারাদেশে শুরু হচ্ছে ৫-১১ বছরের শিশুদের টিকা কার্যক্রম। প্রথমে দেশের ১২টি সিটি করপোরেশনে এই কার্যক্রম শুরু হবে। বৃহস্পতিবার (১১ আগস্ট) পরীক্ষামূলকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হবে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মো. খুরশীদ আলম সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি বলেন, পরীক্ষামূলকভাবে আগামী বৃহস্পতিবার (১১ আগস্ট) থেকে শিশুদের টিকাদান কার্যক্রম শুরু করা হচ্ছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বেলা ১১টায় এই কার্যক্রম শুরু হবে। এরপর ২৫ আগস্ট থেকে সারা দেশে শিশুদের টিকাদান কার্যক্রম শুরু হবে।


খুরশীদ আলম বলেন, সারা দেশের ১২টি সিটি করপোরেশন এলাকায় ৫ থেকে ১১ বছরের শিশুদের এই টিকা কার্যক্রম অনুষ্ঠিত হবে। ২৫ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত মোট ১২ দিন টিকার প্রথম রাউন্ড চলবে। প্রথম রাউন্ডের দুই মাস পর দ্বিতীয় রাউন্ড (দ্বিতীয় ডোজ কার্যক্রম) হবে।


মহাপরিচালক আরও বলেন, প্রথমদিকে সিটি করপোরেশন এলাকায় টিকার কার্যক্রম শুরু হবে। পরে পর্যায়ক্রমে সারা দেশের জেলা-উপজেলা পর্যায়েও শুরু হবে। শিশুদের জন্য ফাইজারের বিশেষ ব্যবস্থায় তৈরি করা টিকা পর্যাপ্ত পরিমাণে আমাদের হাতে আছে। আমাদের টিকা কর্মীরাও সারাদেশে প্রস্তুত রয়েছে।


এর আগে, গত (২৭ জুন) রাজধানীতে এক আলোচনাসভায় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, করোনাভাইরাস প্রতিরোধে দেশে ৫ থেকে ১২ বছর বয়সী শিশুদের ফাইজারের টিকা দেওয়া হবে। টিকা নিতে শিশুদের জন্ম নিবন্ধন সনদের মাধ্যমে সুরক্ষা অ্যাপে নিবন্ধন করা লাগবে। যাদের জন্ম নিবন্ধন নেই, তাদের দ্রুত নিবন্ধন করে নিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানাচ্ছি তিনি।

ads

Our Facebook Page